দেশের বিভিন্ন অংশথেকে কুরুক্ষেত্রে এসে পৌঁছান প্রায় ১৫লক্ষ শ্রদ্ধালু। এরা সূর্যগ্রহণ উপলক্ষেপবিত্র স্নান করলেন৷ এই উপলক্ষে অত্যন্ত কড়া প্রতিরক্ষা ব্যবস্থার আয়োজনকরেছিল স্থানীয় প্রশাসন৷
সূর্যগ্রহণউপলক্ষে এখানকার সরোবরে স্নান করবার জন্য গতকাল রাত থেকে প্রচুর মানুষ একেএকে জড়ো হচ্ছিলেন৷ শ্রদ্ধালুদের সুবিধার জন্য এখানকার স্থানীয় শ্রী কৃষ্ণসংগ্রহশালায় ও প্যানোরমা সায়েন্স কেন্দ্র সারা রাত খুলে রাখা হয়েছিল৷